বিশ্বের দরবারে ভারতকে অপদস্থ করতে গিয়ে নিজেই হাসির খোরাকে পরিণত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। উত্তরপ্রদেশের পুলিশ মুসলিমদের ওপর অত্যাচারের ঘটনা তুলে ধরে ভারতকে কাঠগড়ায় দাঁড় করাতে গিয়ে বাংলাদেশের একটি ভিডিও পোস্ট করে বসেন তিনি। তারপর থেকেই নেটদুনিয়ার কটাক্ষের মুখে পড়েন ইমরান খান।
এবার তাকে একহাত নিলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদ-উল-মুসলিমইন (AIMIM) প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। পাক প্রধানমন্ত্রীর ভুয়া ভিডিও পোস্টের পর শনিবার আসাদউদ্দিন ওয়েইসি বলেন, ইমরান খান যেন ভারতীয় মুসলিমদের চিন্তা ছেড়ে নিজের দেশের কথা ভাবেন।
সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) এবং জাতীয় নাগরিকপঞ্জীর (NRC) প্রতিবাদে প্রথম থেকেই সুর চড়িয়েছেন আসাদউদ্দিন ওয়েইসি এবং তার দল। CAA আন্দোলনে শামিল হয়ে প্রতিবারেই কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। এবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাণ্ডকারখানা বেশি অবাক করেছে তাঁকে।
তিনি বলেন, “বাংলাদেশের একটি ভিডিও পোস্ট করে পাকিস্তানের প্রধানমন্ত্রী সেটিকে ভারতের বলে দাবি করেছেন। মিস্টার খান, নিজের দেশ নিয়ে চিন্তা করুন। আমরা জিন্নার ভুল তত্ত্ব খারিজ করেছি। আমরা গর্বিত ভারতীয় মুসলিম এবং চিরকাল তেমনটাই থাকব।”
সূত্র: সংবাদ প্রতিদিন।
বিডি প্রতিদিন/হিমেল