কেনিয়ার উপকূলীয় লামু অঞ্চলে কেনিয়া ও মার্কিন বাহিনীর একটি সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। রবিবার ভোরে এই হামলা হয়। এক বিবৃতিতে সোমালিয়ার আল-শাবাব গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে।
কেনিয়ার প্রতিরক্ষা বাহিনী (কেডিএফ) জানিয়েছে, সকাল সাড়ে ৫টায় মান্ডা এয়ার স্ট্রিপে নিরাপত্তা লঙ্ঘনের চেষ্টা করা হয়। কেডিএফের বিবৃতিতে চারজনের মৃত্যুর কথা জানানো হয়েছে। খবর আল-জাজিরার।
এর আগে আল-শাবাব জানিয়েছে, তাদের এই সফল অভিযানে মার্কিন ও কেনিয়ার সেনারা হতাহত হয়েছে। তাদের যোদ্ধারা গোপনে শত্রুর শক্তিশালী ঘাঁটিতে সফলভাবে প্রবেশ করে। ঘাঁটির একটি অংশের কার্যকর দখল নিতে তারা সক্ষম হয় বলে আল-শাবাবের দাবি।
২০১১ সালে সোমালিয়ায় সেনা পাঠানোর প্রতিশোধের অংশ হিসেবে কেনিয়ায় আল-শাবাব কয়েকটি বড় ধরনের হামলা চালায়। গত বছরের জানুয়ারিতে নাইরোবির অভিজাত একটি হোটেল কমপ্লেক্সে আল শাবাবের হামলায় ২১ জন নিহত হয়। চলতি সপ্তাহে তারা লামুতে একটি বাসে হামলা চালিয়ে কয়েকজন যাত্রীকে হত্যা করে।
বিডি প্রতিদিন/আল-আমিন