নতুন বছর শুরুর পরেও তারিখ লেখার সময় অনেকে ভুল করে পুরনো বছর লিখে ফেলি। সরকারি কাজেও এমন ভুল হওয়াটা বিরল নয়। কিন্তু ৩১ ডিসেম্বরের পরের দিন পাসপোর্টে ৩২ ডিসেম্বরের স্ট্যাম্প লাগিয়ে দেওয়া খুব একটা দেখা যায়নি। এমনই বিরল কাণ্ড করে বসলেন সুদানের রাজধানী খাতোয়ামের বিমানবন্দরের কর্মীরা। খবর আনন্দবাজার পত্রিকার।
এক টুইটার হ্যান্ডলে সম্প্রতি একটি ছবি পোস্ট হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, পাসপোর্টে ৩২ ডিসেম্বর ২০১৯-এর তারিখের সিল মারা। আসলে সারা বছর ওই স্ট্যাম্পে ২০১৯ ছিল। সেটি পরিবর্তন না করে দিন ও মাসের সংখ্যা বদলে কাজ চালিয়েছেন কর্মীরা। বছর শেষ হওয়ার পরেও তাই মনে হয় সেই অভ্যাস রয়ে যায় তাদের। তাই ৩১ ডিসেম্বরের পরের দিন ৩২ করে ফেলেছেন।
এমনও হতে পারে, ওই স্ট্যাম্পে বছরের ঘরে ২০২০ সংখ্যাটিই ছিল না, ২০১৯ পর্যন্তই ছিল। তাই ওই স্ট্যাম্প মারা যান্ত্রটি দিয়েই ১লা জানুয়ারির দিন, ৩২ ডিসেম্বর ২০১৯ করে কাজ চালিয়ে নিয়েছেন। তবে এমন ভুল যে শুধু সুদানেই হয়েছে তা নয়। এর এগে এমন ‘বিরল তারিখ’ভারতেও দেখা গিয়েছে। ২০১৮ সালের ১লা জানুয়ারি ৩২ ডিসেম্বরের স্ট্যাম্প ব্যবহার করে মুম্বাই এয়ারপোর্টও।
বিডি-প্রতিদিন/শফিক