ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভি বলেছেন, আমেরিকা নিজের সন্ত্রাসী পদক্ষেপকে যৌক্তিক হিসেবে তুলে ধরতে ইরানের ৫২টি স্থানে হামলার হুমকি দিয়েছে।
তিনি বলেন, কাসেম সোলাইমানিকে হত্যার মাধ্যমে আমেরিকা অত্যন্ত ঘৃণ্য, অগ্রহণযোগ্য এবং ব্যাখ্যার অযোগ্য অপরাধ করেছে। এখন এই অপকর্ম ঢাকতেই তারা নানা ধরণের অযৌক্তিক কথা বলছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জেনারেল কাসেম সোলায়মানিকে হত্যার কারণে ইরান যদি হামলা চালায় তাহলে আমরা ইরানের ৫২টি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাবো। ইরানের ৫২ টি গুরুত্বপূর্ণ জায়গা চিহ্নিত করা বলতে ১৯৭৯ সালে ইরানে মার্কিন দূতাবাসে ৫২ জন জিম্মির কথা ইঙ্গিত করেছেন। তবে ইরান প্রথম থেকেই বলে আসছে তারা জেনারেল হত্যার প্রতিশোধ নেবে।
শুক্রবার ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন সন্ত্রাসী বাহিনীর বিমান হামলায় ইরানের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। ওই হামলায় জেনারেল সোলাইমানির সঙ্গে ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ-শাবি’র উপ-প্রধান আবু মাহদি আল-মুহানদিসসহ দুই দেশের মোট ১০ জওয়ান ও কমান্ডার নিহত হন।
বিডি প্রতিদিন/আরাফাত