প্রতিদিনই গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসছে অস্ট্রেলিয়ার ভয়াবহ দাবানলের চিত্র। এমনই বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের কর্মী প্রবীণ কাসওয়ান তার ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটি হেলিকপ্টার থেকে রেকর্ড করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, একটি বিশাল অংশ জুড়ে দাউ দাউ করে জ্বলছে আগুন। আগুনের লেলিহান শিখা আর ধোঁয়ায় চারপাশ ঢেকে যাচ্ছে।
প্রবীণ ভিডিওটি ৩ ডিসেম্বর পোস্ট করেছেন। এখনও পর্যন্ত ভিডিওটি প্রায় ৫০ হাজার বার দেখা হয়েছে। সেই সঙ্গে সমানে লাইক আর কমেন্ট পড়েছে। প্রচুর ইউজার ভিডিওটি শেয়ার করেছেন।
অস্ট্রেলিয়ার দাবানলের আর একটি ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কী ভায়বহ অবস্থায় রয়েছে বন্যপ্রাণীরা, এই ছবিটি দেখলেই তা বোঝা যায়। ছবিটিতে দেখা যাচ্ছে, একটি জঙ্গল, যা পুড়ে শেষ হয়েছে। তার সামনে একটি কাঁটা তারের বেড়া। আর সেই বেড়াতেই ঝুলে রয়েছে একটি ক্যাঙারুর মরদেহ।
আগুন লাগার পর সম্ভবত ক্যাঙারুটি পালানোর চেষ্টা করছিল। কিন্তু ওই কাঁটা তারের বেড়া টপকাতে পারেনি। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে সেখানেই মারা যায় সে। ক্যাঙারুটির আধপোড়া দেহ ঝুলে রয়েছে সেই কাঁটা তারেই।
বিডি প্রতিদিন/আরাফাত