ইরাকের বাগদাদে মার্কিন হামলায় জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার জেরে এবার পরমাণু চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিল ইরান। রবিবার দেশটির রাজধানী তেহরানে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়েছে।
২০১৫ সালে পরমাণু চুক্তির মাধ্যমে যেসব বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, তা আর মানা হবে না বলে সাফ জানিয়েছে দেশটি।
এ সিদ্ধান্তের আলোকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ধাপ এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য সেন্ট্রিফিউজসহ যে সব উপায়-উপকরণ লাগে সে ব্যাপারেও ইরান কোনো সীমাবদ্ধতা মানে না।
বিবৃতিতে বলা হয়েছে, পরমাণু সমঝোতার ধারা বাস্তবায়ন স্থগিত করার ক্ষেত্রে ইরান পঞ্চম ধাপের পদক্ষেপ নিল এবং পরমাণু সমঝোতার আওতায় এসব কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে ইরানের কোনো সীমাবদ্ধতা মানবে না।
বিবৃতিতে আরও বলা হয়েছে, “এই সিদ্ধান্তের আলোকে ইরান তার পরমাণু কর্মসূচি অব্যাহত রাখবে ‘টেকনিক্যাল প্রয়োজনের নিরীখে’। একইসঙ্গে ইরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র সঙ্গে সহযোগিতা অতীতের মতোই অব্যাহত রাখবে।”
এ বিবৃতিতে বলা হয়েছে, ইরানের ওপর থেকে যদি নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয় এবং পরমাণু সমঝোতা যদি পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা হয় তাহলে ইরান তার এইসব সিদ্ধান্ত পরিবর্তন করবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন