ভারতের জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে (জেএনইউ) হামলার ঘটনায় দিল্লি পুলিশ কমিশনার অমূল্য পাটনায়েকের সঙ্গে কথা বলেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। তিনি এ বিষয়ে জ্যৈষ্ঠ পুলিশ কর্মকর্তাকে দিয়ে তদন্ত এবং যত দ্রুত সম্ভব প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। টুইটারে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও হামলায় আহতদের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, রবিবার রাতে লোহার রড, লাঠিসোঁটা নিয়ে জেএনইউ হামলা চালায় প্রায় ১০০ দুষ্কৃতিকারী। তিনঘণ্টা ধরে চালানো দুর্বৃত্তরা বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে ঢুকে শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর এ হামলা চালায়। হামলায় ২৬ জন আহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
বিডি প্রতিদিন/ফারজানা