কেনিয়ায় সন্ত্রাসী হামলায় যুক্তরাষ্ট্রের তিন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই ব্যক্তি আহত হয়েছেন। আজ সোমবার সকালে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর প্রকাশ করেছে।
কেনিয়ায় চরমপন্থী গোষ্ঠী আল শাবাব রবিবার ওই হামলা চালায়। তারা হামলার দায় স্বীকারও করেছে। হামলাকারীরা যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিতে থাকা যুদ্ধবিমান ও গাড়ি ধ্বংস করে দিয়েছে। পরে ওই হামলার সঙ্গে যুক্ত ৫ ব্যক্তিকেও হত্যা করা হয় বলে জানিয়েছেন কেনিয়ার সামরিক বাহিনীর মুখপাত্র পল এনজুগুনা।
আফ্রিকা অঞ্চলের দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সামারিক সম্পর্কের সঙ্গে সংশ্লিষ্ট যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড হামলার বিষয়ে তথ্য নিশ্চিত করেছে।
বিডি প্রতিদিন/ফারজানা