তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছেন, লিবিয়ায় সৈন্য পাঠাতে শুরু করেছেন তিনি। এর আগে গত সপ্তাহে সংসদে এ বিষয়ে অনুমোদন দেয়া হয়।
এরদোয়ান বলেছেন, লিবিয়ায় জাতিসংঘ সমর্থিত সরকারের সমর্থন ও স্থিতিশীলতা আনয়ন এ সেনা পাঠানোর লক্ষ্য।
লিবিয়ার সরকার দেশের পূর্বাঞ্চল ভিত্তিক জেনারেল খলিফা হাফতারের বিদ্রোহী বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। হাফতারের প্রতি সমর্থন আছে মিশর ও সংযুক্ত আরব আমিরাতের। অন্যদিকে লিবিয়ায় জাতিসংঘ সমর্থিত সরকারের প্রতি সমর্থন জানিয়েছে তুরস্ক ও কাতার।
হাফতারের বিদ্রোহী বাহিনী ত্রিপোলির দখলের চেষ্টা চালাচ্ছে। শনিবার ত্রিপোলির একটি সামরিক একাডেমিতে হামলায় কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়। ওই হামলার পেছনে খলিফা হাফতারের বাহিনী জড়িত বলে ধারণা করা হচ্ছে। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/ফারজানা