ইরাক থেকে মার্কিন বাহিনীসহ বিদেশি সৈন্য প্রত্যাহারে রবিবার দেশটির পার্লামেন্ট অধিবেশনে একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছেন সংসদ সদস্যরা।
এদিকে, এই প্রস্তাব পাস হওয়ার পর ইরাকের ওপর কঠোর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, “আমাদেরকে ইরাক ছাড়তে বলা হলেই আমরা চলে আসব বিষয়টা এমন নয়। এটা বন্ধুত্বপূর্ণভাবে হবে না। তাদের ওপর এমন নিষেধাজ্ঞা আরোপ করা হবে যা আগে কখনও দেখেনি।”
তিনি আরও বলেছেন, “সৈন্য ফেরত পাঠানো হলে ইরাককে সেখানে অবস্থিত মার্কিন ঘাঁটির মূল্য পরিশোধ করতে হবে। কেননা, সেখানে অত্যাধুনিক ও ব্যয়বহুল সেনা ঘাঁটি তৈরা করেছে যুক্তরাষ্ট্র। যা তৈরিতে খরচ হয়েছে কয়েক বিলিয়ন ডলার। মূল্য পরিশোধ না করলে ইরাক ছাড়বে মার্কিন বাহিনী।” সূত্র: জেরুজালেম পোস্ট
বিডি প্রতিদিন/কালাম