আবারও শক্তিশালী ভূমিকস্পে কাঁপলো পুয়ের্তো রিকো। রিখটার স্কেলে যার মাত্রা ৬ দশমিক ৪ বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। এর আগে সোমবার ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে মধ্য আমেরিকার দেশটি।
মঙ্গলবারের ভূমিকম্পে প্রাথমিক সুনামি সর্তকতা জারি করে কর্তৃপক্ষ। পরে তা সরিয়ে নেওয়া হয়। তবে ভূমিকম্পে বিভিন্ন এলাকা থেকে ক্ষয়ক্ষতি খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
স্থানীয় সময় ভোর ৪টা ২৪ মিনিট নাগাদ ভূমিকম্পটি আঘাত হানে। যার গভীরতা ছিলো ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ