পাকিস্তান বিমানবাহিনীর এফটি-৭ নামের একটি নিয়মিত প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার পাঞ্জাব প্রদেশের মিয়ানওয়ালি জেলায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় যুদ্ধবিমানটির দুই পাইলট ঘটনাস্থলেই নিহত হয়েছেন। খবর রয়টার্স ও উর্দুপয়েন্ট ডটকম।
বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন বিমানবাহিনী স্কোয়াডন লিডার হারিস বিন খালিদ এবং অপরজন হলেন ফ্লাইং অফিসার ইবাদুর রহমান। পাকিস্তান বিমানবাহিনীর পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করেছে।
প্রথামিকভাবে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার কোনো কারণ এখনো জানা যায়নি। দেশটির বিমানবাহিনীর সদর দফতর থেকে মঙ্গলবারের এই দুর্ঘটনার কারণ অনুন্ধানে একটি কমিটি গঠন করা হয়েছে। দ্রুত দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য নির্দেশ দেয়া হয়েছে কমিটিকে।
বিডি প্রতিদিন/হিমেল