ইরাকে দুইটি মার্কিন বিমানঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছে ইরান। বুধবার ভোররাতে হামলার পর যুক্তরাষ্ট্র এবং ইরানের পক্ষ থেকে এ বিষয়ে বিবৃতি দেয়া হয়েছে।
বিবৃতিতে ইরান বলেছে, মিসাইল হামলার জবাবে যুক্তরাষ্ট্র কোনো ধরণের হামলা চালালে মার্কিন ভূখণ্ডে হামলা করা হবে।
এদিকে, ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ দেশটির ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে তাকে বিশাল জনসমাগমের সামনে বলতে শোনা যাচ্ছে- যুক্তরাষ্ট্র সম্ভবত আমাদের আঘাত করবে। কিন্তু আমরা তাদের আরো বেশি আঘাত করবো। খামেনি বলেন, ‘আমি এক সময় বলেছিলাম, হিট এন্ড রান (হামলা করে লুকিয়ে পড়া) এর সময় শেষ। তোমরা যদি আঘাত করো আমরাও পাল্টা আঘাত করবো। তবে ভিডিওটি কবে ধারণ করা তা জানা যায়নি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন