ইরাকের দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শুধু হামলা নয়, ইরান সতর্ক করে বলেছে তাদের এ হামলার জবাবে নতুন হামলা হলে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে হামলা চালানো হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানি জেনারেল কাসেম সোলেমানিকে হত্যার প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় টিভির খবরে বলা হয়েছে। মঙ্গলবার বিবিসির খবরে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বলা হয়, ইরাকে কমপক্ষে দুইটি মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।
এ বিষয়ে আজ বুধবার সকালে টুইট করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটারে তিনি ইরানকে পাল্টা হুমকি দিয়েছেন।
ট্রাম্প লিখেছেন, সব ঠিক আছে! ইরাকের দুটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। এ পর্যন্ত ঠিক আছে! বিশ্বের যে কোনো জায়গায় আমাদের সবচেয়ে শক্তিশালী ও সুসজ্জিত সামরিকবাহিনী আছে। এ বিষয়ে আমি আগামীকাল বিবৃতি দিব।
বিডি প্রতিদিন/ফারজানা