ইরানের কুদস বাহিনীর ক্ষমতাধর কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ হিসেবে বুধবার সকালে ইরাকের মার্কিন দুই সেনাঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরাকের ওই দুই সেনাঘাঁটিতে এক ডজনেরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান- এমন তথ্য জানিয়েছে পেন্টাগন। তারই জেরে পারস্য উপসাগরীয় এলাকায় বেসামরিক বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
এ হামলা পর পরই ইরাক, ইরান, পারস্য উপসাগর এবং ওমানের উপসাগরীয় অঞ্চলে বিমানের ওপর বিধিনিষেধ জারি করে যুক্তরাষ্ট্র।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, দেশটির শীর্ষ জেনারেল কাশেম সোলাইমানিকে ড্রোন হামলায় হত্যার জবাব হিসেবে এ হামলা করা হয়েছে।
এদিকে এক বিবৃতিতে সিঙ্গাপুর এয়ারলাইন্স জানিয়েছে, তাদের সব ফ্লাইটকে ইরানের আকাশসীমা এড়িয়ে যাওয়ার জন্য বলা হয়েছে।
সিঙ্গাপুর এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলেছে, ‘সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের সব ফ্লাইটকে ইরানের আকাশসীমা এড়িয়ে যেতে বলা হয়েছে’। কর্তৃপক্ষ অবশ্য এর কারণ জানায়নি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ