ইরানে পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কাছে ৪.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বোরাজজানের বুশেহর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কাছে ভূমিকম্পটি আঘাত হানে।
বুধবার বোরাজজান শহরের ১০ কিলোমিটার দক্ষিণপূর্বাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা যায়।
ইরাকের দুটি মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেই এ ভূমিকম্পের ঘটনা ঘটলো। তবে এটিকে প্রাকৃতিক ভূমিকম্প বলে উল্লেখ করা হয়েছে।
এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ