জেনারেল কাসেম সোলেমানি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শুরু হয়েছে টানাপোড়েন। ইরান বলছে, সোলেমানি হত্যার যথার্থ জবাব দেওয়া হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে, যুদ্ধ বাধাতে নয়, থামাতেই সোলেমানিকে হত্যা করা হয়েছে। তবে ইরান হামলা চালালে আমরাও ছেড়ে দেবো না।
এরই মধ্যে মঙ্গলবার ইরাকের দুই মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ হামলায় ১৩৫ মার্কিন সেনা নিহত হয়েছে বলে দাবি করছে ইরান।
যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যকার চলমার অবস্থা পর্যবেক্ষণ করছে যুক্তরাজ্য, কানাডা ও দক্ষিণ কোরিয়া।
ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলার পর এক টুইট বার্তায় কানাডিয়ান আর্মড ফোর্সের প্রধান জেনারেল জনাথান ভেন্স বলেন, সেখানে অবস্থানরত কানাডার নাগরিকরা সবাই নিরাপদে আছে। চলমান পরিস্থিতিতে আমরা সতর্ক অবস্থানে রয়েছি।
যুক্তরাজ্য বলছে, চলমান অবস্থায় আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তা।
অন্যদিকে দক্ষিণ কোরিয়া এক বিবৃতিকে জানিয়েছে, চলমান পরিস্থিতির আপডেট তারা প্রতি মুহূর্তেই পাচ্ছে। বিষয়টি তারা ‘নিবিড়ভাবে’ পর্যবেক্ষণ করছে। এছাড়া কোরিয়ান নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতেও তারা সতর্ক রয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন