ইরাকে দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান এক ডজনেরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের বরাত দিয়ে বিবিসি বলেছে, ইরাকের পশ্চিমাঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ‘আইন আল-আসাদ ও উত্তরাঞ্চলীয় ইরবিল শহরের ঘাঁটিতে এক ডজনেরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে কতজন হতাহত এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এ বিষয়ে কিছুই বলেনি দেশটি। তবে এ বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বুধবার ব্রিফ করবে বলে জানিয়েছে হোয়াইট হাউজ।
ইরানের রাষ্ট্রীয় টিভি বলছে, জেনারেল কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধের অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে।
বিডি-প্রতিদিন/মাহবুব