যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর উত্তপ্ত হয়ে উঠেছে বিশ্বরাজনীতি। এ হত্যার প্রতিশোধের অংশ হিসেবে ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ট্রাম্পও এ হামলার জবাবে পাল্টা হুমকি দিয়েছেন।
গত কয়েক সপ্তাহ ধরেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নতুন সৈন্য পাঠাচ্ছে খবর পাওয়া গেছে। রয়টার্স জানিয়েছে, ইরানের পাশ্ববর্তী দেশ কুয়েতে আরও ৩০০০ সৈন্য পাঠানো হচ্ছে। এক সপ্তাহের বেশি সময় আগে কুয়েতে ৭৫০ মার্কিন সেনা পাঠানো হয়।
এছাড়া মধ্যপ্রাচ্যের দেশ ইরাক, বাহরাইন, কাতার, ওমান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, জর্ডানেও উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন সৈন্য মোতায়েন রয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা