ইরাকে মার্কিন দুটি বিমানঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছে ইরান। এ হামলায় যুক্তরাষ্ট্রের ৮০ সেনা নিহত হওয়ার দাবি করেছে ইরান। ইরানের মিসাইল হামলার পর বিদ্যমান পরিস্থিতিতে এশিয়া ও যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান সংস্থাগুলো ইরান ও তার প্রতিবেশী ইরাকের আকাশসীমা এড়িয়ে চলছে।
বুধবার মার্কিন যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, তাইওয়ান, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের বেসামরিক ফ্লাইট পরিচালনাকারী কর্তৃপক্ষের পৃথক পৃথক বিবৃতিতে এ তথ্য জানায়।
মার্কিন যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বিবৃতিতে জানিয়েছে, তারা ইরান, ইরাক, ওমান উপসাগর ও পারস্য উপসাগরের ওপর দিয়ে দেশটির সব বেসামরিক উড়োজাহাজ চলাচল বন্ধের নির্দেশ দিচ্ছে।
বুধবার সিঙ্গাপুর এয়ারলাইন্স, তাইওয়ানের ইভা এয়ার, মালয়েশিয়া এয়ারলাইন্সসহ বিভিন্ন উড়োজাহাজ সংস্থা পৃথক পৃথক বিবৃতিতে জানায়, তারা ইরাক ও ইরানের আকাশসীমা এড়িয়ে চলছে।
এদিকে, তেহরানের ইমাম খোমেনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ইউক্রেনের একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় প্লেনটির ১৭৬ যাত্রী ও ক্রু সবাই নিহত হয়েছেন।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বিশেষ কুদস ফোর্সের অধিনায়ক জেনারেল কাসেম সোলাইমানিকে মার্কিন ড্রোন হামলায় নিহত হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন