ভারতীয় সেনাদের বিষ দেওয়ার ষড়যন্ত্র করছে জঙ্গিরা! এমনই চাঞ্চল্যকর তথ্য দিয়েছে দেশটির গোয়েন্দা বিভাগ। শোনার পর থেকেই চূড়ান্ত সতর্কতা জারি হয়েছে ভারতীয় সেনাবাহিনীতে। জানা গেছে, নেপাল হয়ে ভারতে ঢুকে সেনা বাহিনীর খাবারে ও পানিতে বিষ মেশানোর ছক করছে পাকিস্তানি জঙ্গিরা। খবর কলকাতা ২৪x৭ এর।
কীভাবে সম্ভব হবে এই কাজ? গোয়েন্দারা বলছেন, সেনাছাউনিগুলোতে যে পাইপ দিয়ে জল ঢোকে, কোনও ভাবে সেখানেই বিষ মেশানোর চেষ্টা করবে জঙ্গিরা। তাদের রুখতে প্রস্তুত সেনাবাহিনী। গোয়েন্দারাও নজরদারি রাখছেন সীমান্তে। জঙ্গিদের গতিবিধির তথ্য সংগ্রহ করছেন তারা। জানা গেছে, এই শীতকালে বরফ পড়ার সুযোগে সীমান্ত পেরিয়ে প্রচুর জঙ্গি অনুপ্রবেশ হয়। তা রোখার সর্বত চেষ্টা চালাচ্ছে ভারতের প্রতিরক্ষা বিভাগ।
কয়েক মাস আগে কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর থেকে সীমান্তের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভ-আন্দোলনে অস্থিতিশীলতা দেখা দেয়। সেই থেকে অঘটনের আশঙ্কায় এখনও বন্ধ ইন্টারনেট, টিভি। অঘোষিত কার্ফু জারি উপত্যকাজুড়ে। বিরোধী নেতারা গৃহবন্দী। এসবের মধ্যেই আলাদা করে টার্গেট করা হচ্ছে ভারতীয় সেনাবাহিনীকে।
বিডি-প্রতিদিন/শফিক