জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরজা করছে। সোলাইমানি হত্যার প্রতিশোধের অংশ হিসেবে এক ডজনেরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরাকে অবস্থিত একটি মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।
ইরাকে দু'টি মার্কিন ঘাঁটিতে ইরান যে ২২টি ক্ষেপণাস্ত্র হামলা চালাবে তা ইরাকের সরকার প্রধানকে জানানো হয়েছিল।
বুধবার ভোরের ওই হামলার পর এমন তথ্য জানিয়েছেন ইরাকের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদির মুখপাত্র।
প্রধানমন্ত্রীর মুখপাত্র ক্ষেপণাস্ত্র হামলার পর বলেন, কাসেম সোলাইমানির হত্যার পর তার বদলা নিতে ইসলামিক রিপাবলিক অব ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা করবে বা করেছে তা বুধবার মধ্যরাতের ক্ষাণিক পরে মৌখিক বার্তায় আমাদের জানানো হয়েছিল।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ইরাকে শুধু যেখানে মার্কিন সেনা উপস্থিতি রয়েছে সেখানেই হামলা করা হবে বলে প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদিকে আগেই নিশ্চিত করেছিল তেহরান সরকার। তবে ইরাকের ঠিক কোথায় হামলা করা হবে সে সম্পর্কে কিছু জানানো হয়নি।’
বুধবার ভোরে ইরাকের ঘাঁটিতে হামলায় যুক্তরাষ্ট্রের ৮০ জন সেনা নিহতের পাশাপাশি ২০০ মার্কিন সেনা আহত হয়েছেন বলে দাবি করেছে ইরান। ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপকভাবে মার্কিন হেলিকপ্টার ও সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরানের দাবি, আত্মরক্ষার স্বার্থে আমেরিকার বিরুদ্ধে সমানুপাতিক পদক্ষেপ নিয়েছে এবং মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন