কারো কোনো কাজে ক্ষুব্ধ হয়ে মাথার দাম ঘোষণা করে তাকে হত্যায় উৎসাহিত করার বেশ কিছু নমুনা দেখা গেছে গত কয়েক দশকে। এই তালিকায় সবশেষ যোগ হয়েছে ডোনাল্ড ট্রাম্পের নাম। উল্লেখযোগ্য কয়েকজনকে মাথার দাম কত ঘোষণা করা হয়েছিল...
ডোনাল্ড ট্রাম্প, ৮০ মিলিয়ন ডলার
ইরানের কুর্দ বাহিনীর প্রধান জেনারেল কাসিম সোলাইমানি যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হওয়ার পরই প্রতিশোধের হুমকি দেন সে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতউল্লাহ খামেনি। ট্রাম্পের মাথার দামও ঘোষণা করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের মাথার জন্য ৮০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করে এই তহবিল সংগ্রহে ইরানের প্রত্যেক নাগরিককে এক ডলার করে দেয়ার আহ্বান জানানো হয়েছে।
সালমান রুশদি, ৩৪ লাখ ডলার
বুকার পুরস্কারজয়ী ব্রিটিশ ভারতীয় লেখক সালমান রুশদির চতুর্থ উপন্যাস ‘স্যাটানিক ভার্সেস’-এর জন্য মুসলিম বিশ্বে বিক্ষোভের ঝড় ওঠে ১৯৮৯ সালে। ধর্ম অবমাননার অভিযোগে তার মৃত্যুদণ্ড ঘোষণা করেন ইরানের তখনকার সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি। রুশদির মাথার জন্য ২৮ লাখ ডলার পুরস্কারও ঘোষণা করা হয়। পুরস্কারের অঙ্ক বাড়িয়ে ২০১৬ সালে তা ৩৪ লাখ ডলার করা হয়েছিল।
হামজা বিন লাদেন, ১০ লাখ ডলার
২০১৮ সালের মার্চে জঙ্গি সংগঠন আল কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেনের মাথার দাম ১০ লাখ ডলার স্থির করে যুক্তরাষ্ট্র। পরের বছরই তার মৃত্যুর খবর আসে। তবে কবে, কোথায়, কিভাবে তিনি মারা গেছেন সে বিষয়ে কিছু জানা যায়নি।
আয়মান আল-জাওয়াহিরি, ২৫ লাখ ডলার
আল কায়েদার প্রধান নেতা আয়মান আল-জাওয়াহিরিকে জীবিত বা মৃত ধরিয়ে দেয়া বা তার অবস্থান জানানোর জন্য ২৫ লাখ ডলারের পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র।
আবু বকর আল-বাগদাদি, ২৫ লাখ ডলার
জঙ্গি সংগঠন আইএস-এর প্রধান আবু বকর আল-বাগদাদির মাথার জন্যও ২৫ লাখ ডলারের পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। ২০১৯ সালের ২৬ অক্টোবর এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প জানান, উত্তর-পশ্চিম সিরিয়ায় এক অভিযানের সময় নিজের শরীরের সঙ্গে বাঁধা বোমা ফাটিয়ে বাগদাদি মৃত্যুবরণ করেছেন।
মানুয়েল নরিয়েগা, ১০ লাখ ডলার
পানামার সাবেক সামরিক শাসক মানুয়েল নরিয়েগার মাথার দাম ১০ লাখ ডলার নির্ধারণ করেছিল যুক্তরাষ্ট্র। ১৯৮৯ সালে সামরিক অভিযান চালিয়ে তাকে ধরা হয়। যুক্তরাষ্ট্রের আদালতে মাদক পরিবহন, চাঁদা আদায় এবং অর্থ পাচারের মামলায় কারাদণ্ড হয় তার। সেখান থেকে ছাড়া পাওয়ার পর নরিয়েগার আবার কারাদণ্ড হয় ফ্রান্সে।
বিডি প্রতিদিন/আরাফাত