ভারতের রাজধানী দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) শিক্ষার্থীদের ওপর হামলা প্রতিবাদ জানিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
মঙ্গলবার সন্ধ্যায় ক্যাম্পাসে সশরীরে হাজির হয়ে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষসহ রবিবারের ঘটনায় আহত শিক্ষার্থীর সঙ্গে দেখাও করেছেন তিনি।
দীপিকার এই পদক্ষেপের প্রশংসা করেছেন অনেকেই। আবার সমালোচনাও হয়েছে অনেক। কেউ কেউ দীপিকার সিনেমা বয়কট করার দাবিও জানিয়েছেন।
এরই মধ্যে দীপিকার প্রশংসা করে টুইট করেছেন পাক সেনার মুখপাত্র আসিফ গফুর। নিজের টুইটার হ্যান্ডেলে ভারতের বিরোধিতা করে আগেও টুইট করেছেন অনেক। এদিন তিনি লিখেছিলেন, ‘সত্যের পাশে থাকার জন্য দীপিকাকে অভিনন্দন। সবকিছুর ঊর্ধ্বে মানবধর্ম।’
তার এই টুইট নিয়ে স্বাভাবিকভাবেই হইচই শুরু হয়ে যায়। পাকিস্তানের সাংবাদিক নায়লা ইনায়াত সেই স্ক্রিনশট পোস্ট করেছেন। কিছুক্ষণ পরেই সেই টুইট ডিলিট করে দেন আসিফ গফুর।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন