ভারতের কেন্দ্রীয় সরকারের আমন্ত্রণে বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরে যে বিদেশি প্রতিনিধি দলের যাওযার কথা সেই দলে থাকছে না ইউরোপীয় ইউনিয়ন।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত জম্মু ও কাশ্মীর সফরের জন্য ‘গাইড করা সফর’ চান না। তারা পরে সেখানে যাবেন। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বা ৩৭০ ধারা প্রত্যাহার এবং রাজ্যটিকে ভেঙে দুটি ভাগে বিভক্ত করার তিনমাস পর গত অক্টোবরে সেখানে যান ইউরোপীয় ইউনিয়নের সাংসদরা।
সে সফরে পরিস্থিতি সম্পর্কে জানতে স্থানীয়দের সঙ্গে কথা বলার পাশাপাশি নিরাপত্তারক্ষীদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন তারা। সে বারের মতোই বৃহস্পতিবারও একইরকম কর্মসূচি রাখা হয়েছে। এবারের সফরে থাকবেন ল্যাটিন আমেরিকা ও আফ্রিকার রাষ্ট্রদূতরা।
কাশ্মীরে গাইড করা সফর চান না ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত। আমরা নিজেদের ইচ্ছেমতো সেখানকার লোকজনদের সঙ্গে কথা বলতে চাই।
পাশাপাশি তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, ফারুক আবদুল্লাহ এবং মেহবুবা মুফতির সঙ্গে কথা বলতে চান প্রতিনিধিরা। গেল বছরের ৫ আগস্টের পর থেকে আটক হন তারা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন