১৮ জানুয়ারি, ২০২০ ১০:৩৫

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: সিরিয়ায় ৭৫ ট্রাক সেনা-অস্ত্র পাঠাল যুক্তরাষ্ট্র!

অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: সিরিয়ায় ৭৫ ট্রাক সেনা-অস্ত্র পাঠাল যুক্তরাষ্ট্র!

ইরান-যুক্তরাষ্ট্র ইস্যুতে উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। এর মাঝেই ঘোষণা ছাড়াই সিরিয়ার তেল সমৃদ্ধ কয়েকটি এলাকায় ৭৫ ট্রাক ভর্তি সেনা, অস্ত্র ও সরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা এসএএনএ'এর বরাত দিয়ে এ খবর দিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

তবে ইরানের সংবাদমাধ্যম দাবি করছে, সিরিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ দিয়ার আজ-জোর এবং দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ হাসাখার কয়েকটি এলাকা থেকে তেলসহ প্রাকৃতিক সম্পদ লুটপাটের জন্য ওয়াশিংটন এ পদক্ষেপ নিয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র দাবি করেছে, তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের হামলা থেকে তেল ক্ষেত্র এবং স্থাপনা রক্ষায় এ বহর পাঠানো হয়েছে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর