প্রধানমন্ত্রী হাসান ডিয়াবের নেতৃত্বে লেবাননে নতুন সরকার গঠন করা হয়েছে। সাবেক শিক্ষামন্ত্রী হাসান ডিয়াবের নেতৃত্বে ২০ সদস্যের মন্ত্রিসভায় অর্থমন্ত্রী করা হয়েছে গাজী ওয়াজনীকে।
ডিয়াবের নতুন সরকারকে ‘একটি উদ্ধারকারী দল’ বলেছেন সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরি।
এদিকে, লেবাননের সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরি সোমবার টুইট করেছেন, লেবাননে জরুরি ভিত্তিতে একটি নতুন সরকারের দরকার যা দেশকে তার ‘ধসের চক্র’ থেকে বের করে আনতে পারে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন