২৫ জানুয়ারি, ২০২০ ০৭:০৪

বিজেপির চোখে দিল্লির শাহিনবাগ ‌‌‘মিনি পাকিস্তান’, চলছে ভোটের রাজনীতি

অনলাইন ডেস্ক

বিজেপির চোখে দিল্লির শাহিনবাগ ‌‌‘মিনি পাকিস্তান’, চলছে ভোটের রাজনীতি

গত দেড় মাস ধরে দিল্লির যে শাহিনবাগে মুসলিম নারীরা সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর বিরুদ্ধে অবস্থান-বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। সেটিকেই ‘মিনি পাকিস্তান’ বলে দিল্লি ভোটের আগে পুরোদস্তুর প্রচারে নেমেছে গেরুয়া শিবির। বিজেপির লক্ষ্য হিন্দু ভোটের মেরুকরণ ঘটিয়ে দেড় মাস বন্ধ থাকা কালিন্দি কুঞ্জ-শাহিনবাগ থেকেই দিল্লি দখলের রাস্তা খোলা। তাই কপিল মিশ্র থেকে অমিত শাহ— ভোট মৌসুমে বিজেপির সব ছোট-বড় নেতার মুখেই মেরুকরণের একটিই মন্ত্র, শাহিনবাগ। 

এ যাবৎ নীরব থাকলেও মুসলিম ভোটের কথা মাথায় রেখে শুক্রবার প্রথম শাহিন বাগের বিক্ষোভকে সমর্থন করে সরব হন আপ নেতৃত্ব। দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া এ নিয়ে মুখ খুলতেই কৌশলগতভাবে সুবিধা হয়ে যায় বিজেপির। কারণ অমিত শাহদের পরিকল্পনাই হল শাহিনবাগকে সামনে রেখে এক দিকে হিন্দুত্বের মেরুকরণ, অন্য দিকে মুসলিম ভোট যাতে কংগ্রেস ও আপের মধ্যে ভাগ হয়ে যায় তা নিশ্চিত করা। এ অবস্থায় পরিস্কার যে- বিজেপির চোখে দিল্লির শাহিনবাগ ‌‌‘মিনি পাকিস্তান’, এ নিয়েই চলছে ভোটের রাজনীতি।

শাহিনবাগের আন্দোলনকে এক হাত নিয়েছে বিশ্ব হিন্দু পরিষদও। তাদের নেতা মিলিন্দ পরান্ডে দিল্লিতে সাংবাদিক বৈঠক করে বলেন, ‘শাহিনবাগে রাস্তা-ঘাট আটকে হিন্দু-বিরোধী ও দেশ-বিরোধী শ্লোগান ও উস্কানিমূলক বক্তব্য রাখা হচ্ছে। অবিলম্বে তা থামানো প্রয়োজন।’ সম্প্রতি উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রী মহসিন রাজা দাবি করেছিলেন, শাহিনবাগের আন্দোলনের পিছনে পিএফআই নামে মুসলিম কট্টরবাদী সংগঠনের মদদ রয়েছে। সূত্র : আনন্দবাজার পত্রিকা।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর