২৮ জানুয়ারি, ২০২০ ০৯:১৩

সীমান্তে উত্তেজনা, পাকিস্তানি ড্রোন ধ্বংস করল বিএসএফ

অনলাইন ডেস্ক

সীমান্তে উত্তেজনা, পাকিস্তানি ড্রোন ধ্বংস করল বিএসএফ

ফাইল ছবি

আবারও উত্তপ্ত হয়ে উঠছে ভারত-পাকিস্তান সীমান্ত। জানা যায়, সোমবার রাতে সীমান্ত পেরিয়ে ভারতের আকাশে ঢুকে পড়ে পাকিস্তানি ড্রোন। পরে গুলি করে নামাল ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। জম্মুর আন্তর্জাতিক সীমান্তে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তদন্তে নেমেছে বিএসএফ।

সীমান্তরক্ষী বাহিনীর আইজি (জম্মু ফ্রন্টিয়ার) এনএস জামওয়াল সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, সোমবার রাতে জম্মুর আন্তর্জাতিক সীমান্তে এরিনা বেল্টে ড্রোনের মতো উড়ন্ত একটি বস্তু দেখা যায়। যদিও, তাতে ক্যামেরা ছিল না। মুহূর্তের মধ্যে সেটি গুলি করে নামানো হয়েছে। ড্রোনটি যে পাকিস্তানেরই, সে বিষয়ে নিশ্চিত করেছেন তিনি।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর