দুই দিনের সফরে আজ ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সফরে তার সঙ্গে থাকছেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প, কন্যা ইভাঙ্কা ও জামাতা জেরাড কুশনার। বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিট নাগাদ উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে আহমেদাবাদে নামবেন মার্কিন প্রেসিডেন্ট।
সকালে টুইট করে ভারতের প্রধানমন্ত্রী লিখলেন, “ডোনাল্ড ট্রাম্প, ভারত আপনার আগমনের অপেক্ষায় রয়েছে। আপনার এই সফর অবশ্যই আমাদের দেশের মধ্যে বন্ধুত্বকে আরও জোরদার করতে চলেছে। খুব শীঘ্রই আহমেদাবাদে দেখা হবে।”
স্বাভাবিকভাবেই মোদির এই টুইটের পর ট্রাম্পের আগমন ঘিরে উত্তেজনা আরও তুঙ্গে উঠেছে।
রবিবার রাতে হোয়াইট হাউস থেকে বেরিয়ে বিমানে চড়েন ট্রাম্প। বিমানে ওঠার আগে মার্কিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বললেন, ‘আমি এই সফর নিয়ে খুবই উৎসাহী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমার খুব ভাল বন্ধু। ভারতীয়দের সঙ্গে দেখা করার জন্য আমি উৎসুক। লক্ষ লক্ষ মানুষ উপস্থিত থাকবেন।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ