২৯ মে, ২০২০ ১৩:০০

ইয়েমেন বন্দরে খাদ্য ও তেলবোঝাই ২০ জাহাজ আটকে রেখেছে সৌদি জোট

অনলাইন ডেস্ক

ইয়েমেন বন্দরে খাদ্য ও তেলবোঝাই ২০ জাহাজ আটকে রেখেছে সৌদি জোট

ইয়েমেন উপকূলে আটকে রাখা পণ্যবাহী জাহাজ

ইয়েমেনের হুদাইদা বন্দর উপকূলে খাদ্য ও তেলবোঝাই অন্তত ২০টি জাহাজ আটকে রেখেছে সৌদি নেতৃত্বাধীন আরব জোট। এসব খাদ্য ও তেল যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের জনগণের জন্য আনা হচ্ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক হুদাইদা বন্দরের একজন কর্মকর্তা আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মাসিরাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, এসব জাহাজে জাতিসংঘের কর্মকর্তারা তদন্ত চালিয়েছেন এবং প্রয়োজনীয় তথ্যাদি গ্রহণ করেছেন।

এ প্রসঙ্গে ইয়েমেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আল-এজ্জি আল-মাসিরা টেলিভিশনকে বলেন, প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীর মধ্যে এসব জাহাজ দীর্ঘদিন ধরে আটকে রাখার মাধ্যমে সৌদি আরব ও তাদের সহযোগীদের বর্বরতার চিত্র পরিষ্কারভাবে ফুটে উঠেছে। এছাড়া তারা যে শান্তি আলোচনার ব্যাপারে আন্তরিক নয় সে কথাও এ ঘটনার মাধ্যমে স্পষ্ট হলো।

হোসেইন আল-এজ্জি বলেন, খাদ্য ও তেলবাহী জাহাজ আটকে রেখে সৌদি আরব ইয়েমেনের জনগণকে এ সমস্ত প্রয়োজনীয় জিনিস থেকে বঞ্চিত রাখতে এবং তাদের উপরে মারাত্মক রকমের অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে চায়।

আমেরিকাভিত্তিক অলাভজনক বেসরকারি সংস্থা আর্মড কনফ্লিকটস লোকেশন অ্যান্ড ইভেন্ট ডাটা প্রজেক্টের মতে, সৌদি আরবের চাপিয়ে দেয়া গত পাঁচ বছরের যুদ্ধের কারণে এক লাখের বেশি মানুষ মারা গেছে। সূত্র: পার্সটুডে।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর