১ জুন, ২০২০ ০৩:১০

দিল্লিতে গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তান হাই কমিশনের ২ কর্মী আটক

অনলাইন ডেস্ক

দিল্লিতে গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তান হাই কমিশনের ২ কর্মী আটক

ফাইল ছবি

দিল্লিতে অবস্থিত পাকিস্তান হাই কমিশনের দুই কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। গুপ্তচরবৃত্তির অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশের বিশেষ শাখা। ওই দুই কর্মকর্তা ভুয়া ভারতীয় আইডেন্টি ব্যবহার করতো বলেও জানা গেছে।

জানা যায়, দিল্লিতে পাক হাইকমিশনের ভিসা সেকশনের কর্মকর্তা আবিদ হোসেন এবং তাহির হোসেন ভারত বিরোধী কর্মকাণ্ড পরিচালনার সময় হাতেনাতে ধরা পড়ে। দ্রুতই তাদেরকে অগ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে ঘোষণা করা হবে এবং দুই দিনের মধ্যে ভারত ছাড়তে বলা হবে।

এর আগে ২০১৬ সালে দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের কর্মকর্তা মেহমুদ আখতার নামে একজনকে স্পর্শকাতর ডক্যুমেন্টসহ ধরাপড়ার পর অগ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছিল।

 

বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর