১২ জুলাই, ২০২০ ০৩:৩৬

ধনকুবের বাফেটকে টপকালেন ইলন মাস্ক

অনলাইন ডেস্ক

ধনকুবের বাফেটকে টপকালেন ইলন মাস্ক

বিশ্বব্যাপী করোনা মহামারির মধ্যেও ধনকুবের ওয়ারেন বাফেটকে টপকে গেছেন মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স তালিকায় টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক বিশ্বের সপ্তম সেরা ধনীর স্থান দখল করেছেন। 

ওয়ারেন বাফেট চলতি সপ্তাহে তার পরিচালিত বিনিয়োগ সংস্থা বার্কশায়ার হ্যাথওয়ের তিন শ’ কোটি ডলার সমমূল্যের শেয়ার জনকল্যাণে দান করেন। এদিকে, মার্কিন পুঁজিবাজারে শুক্রবার নাগাদ আরও ৬শ’ কোটি ডলার বেড়েছে মাস্কের সম্পমূল্যে। এদিন টেসলার শেয়ারের দর বাড়ে ১০ দশমিক ৮ শতাংশের উচ্চগতিতে। ফলে দিন শেষে শেয়ার প্রতি মূল্য বেড়ে এক হাজার ৫৪৪ ডলারে উন্নীত হয়। কোম্পানিটির সামগ্রিক বাজার মূল্য এখন ২৮ হাজার ৬৫০ কোটি ডলারে পৌঁছেছে। টেসলার ২০ দশমিক ৮ শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে ইলন মাস্কের। এখন ৬ হাজার কোটি ডলার ইলন মাস্কের মালিকানাধীন টেসলার অংশীদারিত্বের মূল্য।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর