শিরোনাম
১৬ জুলাই, ২০২০ ০৮:৩৮

দাস ব্যবসায়ী কলস্টনের জায়গায় বসল কৃষ্ণাঙ্গ বিক্ষোভকারীর ভাস্কর্য

অনলাইন ডেস্ক

দাস ব্যবসায়ী কলস্টনের জায়গায় বসল কৃষ্ণাঙ্গ বিক্ষোভকারীর ভাস্কর্য

যুক্তরাজ্যের ব্রিস্টলে দাস ব্যবসায়ীর ভাস্কর্য উচ্ছেদ করে নদীতে ছুড়ে ফেলে সেই জায়গায় বসানো হলো এক বিক্ষোভকারীর ভাস্কর্য। জুলাইয়ের প্রথম সপ্তাহে দাস ব্যবসায়ী এডওয়ার্ড ক্লসটনের ব্রোঞ্জের বিশাল ভাস্কর্য দড়ি দিয়ে টেনে অপসারণ করা হয়।

ভাস্কর্যটি অপসারণে বড় ভূমিকা রেখেছিলেন কৃষ্ণাঙ্গ নারী জেন রিড এবং তার সঙ্গীরা। ক্লসটনের সেই ভাস্কর্যের জায়গা বসানো হয়েছে জেন রিডের একটি ভাস্কর্য। 

কৃষ্ণাঙ্গ নেত্রী রিড নিজেই এই ভাস্কর্য উন্মোচন করেন। 

এদিকে শহর কর্তৃপক্ষ জানান, ক্লসটনের ভাস্কর্য প্রতিস্থাপনের সিদ্ধান্ত গণতান্ত্রিকভাবেই নেয়া হবে। তবে এর আগেই উঠল রিডের ভাস্কর্যটি। এই নারী কর্মী জানান, সহসা তিনি এই ভাস্কর্য নামিয়ে ফেলা হবে এমনটা দেখছেন না। 

প্রসঙ্গত, মার্কিন শহর মিনেপোলিসে গত ২৫ মে জর্জ ফ্লয়েডকে সিনেমাটিক কায়দায় হাঁটু চেপে শ্বাসরোধ করে হত্যা করে যুক্তরাষ্ট্রের মিনেসোটার শ্বেতাঙ্গ এক পুলিশ কর্মকর্তা। এ ঘটনার প্রতিবাদে বর্ণবাদ বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে গোটা যুক্তরাষ্ট্রে। বিশ্বজুড়ে এই আন্দোলনের ঢেউ তৈরি হয়। এতে অনেক দাস ব্যবসায়ী ও উপনিবেশিক ব্যক্তিত্বের ভাস্কর্য অপসারণ করা হয়।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর