১৬ জুলাই, ২০২০ ২৩:৩৬

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা, ৩০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা, ৩০ জনের মৃত্যু

সংগৃহীত ছবি

আকস্মিক বন্যায় বিপর্যস্ত ইন্দোনেশিয়া। অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দেশটির সুলাউইসি দ্বীপে এই বন্যার কারণে বাস্তচ্যুত হয়েছে কয়েকশ মানুষ।

দেশটির উদ্ধার তৎপরতা সংস্থার মুখপাত্র ইউসুফ লতিফ এক বিবৃতিতে জানিয়েছেন, এখনও ১৫ জন নিখোঁজ রয়েছেন।

এ ব্যাপারে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার প্রবল বৃষ্টিপাতের পর সাউথ সুলাউইসি প্রদেশের নর্থ লুউ জেলার আশেপাশের নদীগুলোর পানি উপকূল প্লাবিত করেছে। বন্যায় ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন চার হাজারের বেশি মানুষ।

টেলিভিশনে প্রচারিত দৃশ্যে দেখা গেছে, প্রায় অর্ধশত বাড়ি আংশিক ডুবে গেছে এবং বাড়িগুলোর ছাদে ভারী কাদার স্তর জমে আছে।

প্রসঙ্গত, ইন্দোনেশিয়ায় প্রায়ই বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। বিশেষ করে বর্ষা মৌসুমে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর