জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি তিনদিনের এক সফরে আজ সোমবার তেহরানে আসছেন। খবর হিন্দুস্তান টাইমসের।
খবরে বলা হয়েছে, শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি সংক্রান্ত বিষয়ে মঙ্গলবার ও বুধবার ইরানের পদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করার জন্য জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি তিন দিনের সফরে আসছেন।
এদিকে, সম্প্রতি যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে জাতিসংঘের সব নিষেধাজ্ঞা পুনর্বহালের লক্ষ্যে ‘স্ন্যাপব্যাক’ ম্যাকানিজম চালু করার যে আবেদন জানিয়েছে তার সঙ্গে গ্রোসির তেহরান সফরের কোনো সম্পর্ক নেই বলে জানা গেছে।
এ বিষয়ে জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা আইএইএ-তে নিযুক্ত ইরানের ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি বলেন, বিগত মাসগুলোতে আইএইএ’র প্রতি ইরানের আস্থায় ফাটল ধরেছে এবং সংস্থাটির মহাপরিচালক তার এ সফরে সে আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করবেন।
ইরানের আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হচ্ছে জানিয়ে গরিবাবাদি বলেন, বর্তমান স্পর্শকাতর পরিস্থিতিতে ইরান তৃতীয় কোনো পক্ষকে আইএইএ’র সঙ্গে নিজের সম্পর্ক নিয়ন্ত্রণ করতে দেবে না।
বিডি প্রতিদিন/ আবু জাফর