২০ সেপ্টেম্বর, ২০২০ ১৬:১৬

দাবির তালিকা জমা দিয়ে থাই আন্দোলনকারীদের সমাবেশ শেষের ঘোষণা

অনলাইন ডেস্ক

দাবির তালিকা জমা দিয়ে থাই আন্দোলনকারীদের সমাবেশ শেষের ঘোষণা

থাইল্যান্ডে সরকারবিরোধী বিক্ষোভকারীরা আজ রবিবার সমাবেশ শেষের ঘোষণা দিয়েছেন। আন্দোলনের ১০ দফা দাবির তালিকা জমা দেওয়ার পর তারা এ ঘোষণা দেন। এতে থাই রাজতন্ত্রে সংস্কার আনারও দাবি জানানো হয়েছে।

নতুন সংবিধান, বর্তমান সরকারের পদত্যাগ ও সরকারের সমালোচকদের হয়রানি বন্ধের দাবিতে গতকাল শনিবার হাজার হাজার মানুষ দেশটির রাজধানীতে জড়ো হোন। থাইল্যান্ডের আইন অনুযায়ী দেশটির সম্রাটের বিরুদ্ধে কোনো অবমাননাকর মন্তব্য করলে ১৫ বছর পর্যন্ত সাজা হতে পারে। আন্দোলনে ওই আইনের বিরুদ্ধে সোচ্চার হোন ছাত্রনেতা ও কর্মী পানাসায়া রুং সিত্থিজরাওয়াত্তানাকুল।

মেট্রোপলিটান পুলিশ ব্যুরো প্রধানের কাছে দাবি দাওয়ার তালিকা জমা দিলেও আন্দোলনকারীরা বৃহস্পতিবার সংসদ ভবনের সামনে জড়ো হওয়ার পরিকল্পনা করছেন। এছাড়াও ১৯৭৩ সালের ছাত্র আন্দোলন স্মরণে আগামী ১৪ অক্টোবর আরও একটি সমাবেশের আয়োজন করা হবে। এতে সাধারণ মানুষকেও যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সূত্র: ব্যাংকক পোস্ট 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর