২২ অক্টোবর, ২০২০ ১৮:০৬

আর্মেনিয়ার আরও একটি ড্রোন ভূপাতিত করলো আজারবাইজান

অনলাইন ডেস্ক

আর্মেনিয়ার আরও একটি ড্রোন ভূপাতিত করলো আজারবাইজান

আর্মেনিয়ার আরও একটি চালকবিহীন বিমান (ড্রোন) ভূপাতিত করেছে আজারবাইজান। ড্রোনটি দিয়ে যুদ্ধ এলাকা পর্যবেক্ষণের চেষ্টা করার সময় আজেরি সেনাবাহিনী এটি ধ্বংস করে। এ নিয়ে গত দুই দিনে আর্মেনিয়ার আরও তিনটি ড্রোন ভূপাতিত করে আজারবাইজানের সেনাবাহিনী।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে নাকচিভান স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্রের সাদারাক ও শারুর অঞ্চলে ড্রোনটি ভূপাতিত করা হয়।

গত ২৭ সেপ্টেম্বর থেকে বিরোধীয় নাগোরনো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান নতুন করে যুদ্ধে জড়ায়। দুই দেশের এ যুদ্ধে বহু হতাহতের ঘটনা ঘটেছে।

কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত। তবে ওই অঞ্চলটি জাতিগত আর্মেনীয়রা ১৯৯০’র দশক থেকে নিয়ন্ত্রণ করছে।ওই দশকেই আর্মেনিয়া ও আজারবাইজানের সঙ্গে যুদ্ধে ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়।  

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর