২৩ অক্টোবর, ২০২০ ২২:৩০

ইরানের ভয়ংকর 'বভার-৩৭৩' নিয়ে বাড়ছে উত্তেজনা!

অনলাইন ডেস্ক

ইরানের ভয়ংকর 'বভার-৩৭৩' নিয়ে বাড়ছে উত্তেজনা!

সামরিক শক্তি বাড়াতে আরও মরিয়া হয়ে উঠেছে ইরান। এবার তাদের আলোচিত শক্তির উৎস 'বভার-৩৭৩' নামের প্রতিরক্ষা ব্যবস্থা। সম্প্রতি সামরিক মহড়ার মাধ্যমে নিজেদের এই নতুন অস্ত্রের কথা বিশ্ববাসীকে জানাল দেশটি। খবর মিডল ইস্ট মনিটর'র।

মহড়া পরিচালনা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘বভার-৩৭৩’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা খুবই নিচু দিয়ে উড়ে চলা লক্ষ্যবস্তুর উপস্থিতির বিষয়ে সংকেত প্রদান করেছে। আর এর পরপরই লক্ষ্যবস্তুর অবস্থান নিখুঁতভাবে সনাক্ত করে অনেক দূর থেকে তা ধ্বংস করেছে।
 
এই মহড়ার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস ফারাজপুর বলেছেন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমরা অত্যন্ত ভালো অবস্থানে পৌঁছেছি। এগুলো সবই আন্তর্জাতিক মানের। আমরা নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে আকাশকে শত্রুমুক্ত রেখেছি।

উল্লেখ্য, ইরানের প্রায় অর্ধেক এলাকাজুড়ে ‘গার্ডিয়ান্স অফ বেলায়াত স্কাই-৯৯’ নামের বিশাল আকাশ প্রতিরক্ষা মহড়া শুরু হয়েছে।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর