যুদ্ধবিধ্বস্ত বিতর্কিত নাগার্নো-কারাবাখ অঞ্চলে শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করেছে রাশিয়া। আজ মঙ্গলবার সকালে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে সেখানে সেনা মোতায়েন করা হয়।
রয়টার্সের খবরে বলা হয়েছে, ভ্লাদিমির পুতিন নাগার্নো-কারাবাখ অঞ্চলে পুরোপুরি সংঘর্ষ থামাতে একটি চুক্তি নিয়ে কথা বলেছেন। এ চুক্তিতে রাশিয়া, আর্মেনিয়া ও আজারবাইজান—তিন পক্ষই সম্মত হয়েছে। এ চুক্তি মোতাবেক আজ মধ্যরাত থেকে সেখানে পূর্ণ যুদ্ধবিরতি বজায় থাকবে।
চুক্তির আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, নাগার্নো কারাবাখে কন্টাক্ট লাইন বরাবর রাশিয়া এক কন্টিনজেন্ট সেনা মোতায়েন করবে। পুতিনের এই বক্তব্য রাশিয়ার টেলিভিশন চ্যানেলগুলোতে সম্প্রচার করা হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ১৯৬০ জন সেনা এবং তাদের সঙ্গে প্রয়োজনীয় অস্ত্র এবং সামরিক সরঞ্জামাদি পাঠানো শুরু হয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পঞ্চম আইএল-৭৬ সামরিক পরিবহন বিমানে করে রুশ সেনাদের নেওয়া হয়েছে। রাশিয়ার উলাইয়ানোভস্ক-ভসতোচনি সামরিক বিমান ঘাঁটি থেকে এসব সেনাকে উড়িয়ে নাগার্নো-কারাবাখ এলাকায় নেওয়া হয়।
রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজান এবং আর্মেনিয়া গতকাল শেষ বেলায় যুদ্ধবিরতি চুক্তিতে সই করে। গত মধ্যরাত থেকে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন শুরু হয়েছে।
সূত্র: রয়টার্স, পার্সটুডে
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ