পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সম্প্রতি দেশটির দুর্গম পাহাড়ি অঞ্চল গিলগিট-বালতিস্তান সফর করেন। এ সময় তিনি সেখানে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। এগুলোর মধ্যে তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও নদী বাঁধ নির্মাণ অন্যতম। এছাড়াও তিনি গিলগিট-বালটিস্তানকে পাকিস্তানের পঞ্চম প্রদেশ করার ঘোষণা দেন।
এই পুরো প্রক্রিয়াটিকে ঘুষ হিসেবে দেখছেন যুক্তরাজ্যে বসবাসরত দেশটির মানবাধিকার কর্মী ড. আমজাদ আইয়ুব মির্জা।
তিনি বলেন, আগামী রবিবার (১৫ নভেম্বর) গিলগিট-বালতিস্তানে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা। আর ভোটের কিছুদিন আগে (১ নভেম্বর, রবিবার) ইমরান খান দুর্গম এলাকাটি সফর করেন। এ সময় তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।
‘পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পক্ষে স্থানীয়দের সমর্থন আদায়ের লক্ষ্যে তিনি শেষ প্রচেষ্টা হিসেবে করেছিলেন। কারণ সেখানে দলটির যোগ্য কোনো প্রার্থী নেই। বরং আগে যারা ছিলেন, এখন তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।’
মানবাধিকার কর্মী ড. আমজাদ আইয়ুব মির্জা বলেন, ১৯৪৭ সালে মেজর উইলিয়াম আলেকজান্ডার ব্রাউন জম্মু ও কাশ্মীরের বৈধ শাসক মহারাজা হরি সিংয়ের বিরুদ্ধে অভ্যুত্থান করেছিলেন। আর তার নিযুক্ত গভর্নর ঘনসারা সিংকে গ্রেফতার করেছিলেন। পরে বন্দুকের নলের মুখে শাসককে আত্মসমর্পণ করতে রাজি করান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও তার সফরে এমনটি করেছেন।
প্রসঙ্গত, পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের গিলগিট-বালতিস্তানে ভোট গ্রহণের ঘোষণা ও বিশেষ প্রদেশের মর্যাদা দেওয়ার ঘোষণায় ভারত তীব্র প্রতিবাদ জানিয়েছে। ভারতের মনে করে কাশ্মীরের উত্তর সীমান্তঘেঁষা গিলগিট-বালটিস্তানকে জোর করে শাসন করে আসছে ইসলামাবাদ।
ভারতের দাবি পাকিস্তান চুক্তি ভঙ্গ করেছে। কারণ ১৯৪৭ সালের চুক্তি অনুযায়ী গিলগিট-বালতিস্তান ভারতের জম্মু ও কাশ্মীরের অংশ। জোর করে দখল করা এ এলাকার কোনো পরিবর্তনই করার কোনো অধিকার নেই পাকিস্তানের।
মানবাধিকার কর্মী ড. আমজাদ আইয়ুব মির্জা ভারতের দাবির বিষয়ে বলেন, সত্যি বলতে গিলগিট-বালতিস্তানে ভোট গ্রহণ অবৈধ। জাতিসংঘের রেজ্যুলেশন অনুযায়ী অঞ্চলটি ভারতের অঞ্চল বলে স্বীকৃত। আর এটি ১০৪৭ সালে পাকিস্তান দখল করে নিয়েছিল।
এ বিষয়ে ড. আমজাদ আইয়ুব মির্জা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব কথা উল্লেখ করেন, সেখানে তিনি বলেন, চুক্তি অনুযায়ী পাকিস্তান গিলগিট-বালতিস্তানে কোনো ধরনের অবকাঠামোগত পরিবর্তন আনতে পারবেন না।
পাকিস্তানের ক্ষমতাসীন সরকার বর্তমানে নানা সমস্যায় পড়েছেন। অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে দেশটিতে। এসব কারণে সেনাবাহিনী সমর্থিত ইমরান খানের সরকার দুর্গম অঞ্চল গিলগিট-বালতিস্তানকে পঞ্চম প্রদেশ ও সেখানে ভোট গ্রহণ করার ঘোষণা দিয়েছেন। যাতে জনগণের দৃষ্টি অন্য দিকে সরানো যায়।
বিডি প্রতিদিন/আবু জাফর