ইসরাইলের বিতর্কিত প্রধান রাব্বি (ইহুদিদের ধর্ম যাজক) ইৎজাক ইউসেফ, যিনি ফিলিস্তিনিদের হত্যার নির্দেশ দিয়েছিলেন। এবার তিনি দুবাইয়ে সফরে গেলেন। এটি কোনো আরব দেশে তার প্রথম সফর। তিনি দুবাইয়ে একটি ইহুদি নার্সারি স্কুল উদ্বোধন করেছেন।
গত সপ্তাহে আমিরাত সফরে যান তিনি। স্কুল উদ্বোধনের পর দুবাইয়ে তিনি আমিরাতের ইহুদি সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে আমিরাতের রাব্বি লেভি ডাচম্যানের সঙ্গে বৈঠক করেন।
২০১৬ সালে ইহুদিদের প্রধান এ ধর্মযাজক বলেছিলেন, ‘ফিলিস্তিনি মুসলিমদের নির্বিচারে হত্যা করা ইসরায়েলি সেনাদের ধর্মীয় দায়িত্ব। ইহুদি ছাড়া অন্য কোনো ধর্মের লোক এ অঞ্চলে থাকতে পারবে না।’ এরপর ২০১৮ সালে তিনি কালো মানুষকে বানরের সঙ্গে তুলনা করেন।
সূত্র: আরব নিউজ ও টাইমস অব ইসরাইল
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ