ভারতের বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে চলমান আন্দোলনে অংশ নেয়া এক কৃষক আত্মহত্যা করেছেন। গত শুক্রবার আন্দোলনস্থল থেকে পাঞ্জাবের ভাটিণ্ডা জেলায় নিজের বাড়ি ফিরেন ওই কৃষক। গতকাল রবিবার তার লাশ উদ্ধার করে পুলিশ।
আত্মঘাতী ওই কৃষকের নাম গুরলভ সিংহ (২২)। তিনি ভাটিণ্ডা জেলার দয়ালপুরা মির্জা গ্রামের বাসিন্দা ছিলেন।
পুলিশ জানিয়েছে, দিল্লিতে চলমান কৃষক আন্দোলনে শামিল ছিলেন ওই কৃষক। গত শুক্রবার আন্দোলনস্থল থেকে নিজের বাড়িতে ফিরে আসেন। এর দুদিন পর আত্মহত্যা করেন তিনি। বিষাক্ত কিছু খেয়ে গুরলভ আত্মহত্যা করেছেন বলে ধারণা তদন্তকারীদের। তবে তার আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি।
তবে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কৃষক গুরলভ ৬ লাখ টাকার মতো ঋণ ছিলেন। সেই কারণেই তিনি আত্মহত্যা করেছেন কিনা, না এর পেছনে অন্য কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
বিডি প্রতিদিন/আবু জাফর