অনলাইনে ভিডিও শেয়ার করার মাধ্যম টিকটকে অ্যাকাউন্ট খুলেছেন দুবাইয়ের শাসক এবং সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। রবিবার নিজের টুইটার অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ কথা জানিয়েছেন।
শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বলেন, সোশ্যাল মিডিয়ার প্লাটফর্ম টিকটকে শনিবার আমি অফিসিয়াল অ্যাকাউন্ট চালু করেছি। জনগণ যেখানে, আমরাও সেখানে থাকতে চাই। আরবের ইতিবাচক কনটেন্ট তৈরি করে এখানে শেয়ার করতে চাই। তরুণদের কথা শুনব, আমাদের গল্পও তাদের বলব।
নতুন অ্যাকাউন্ট খুলে একটি অনুপ্রেরণামূলক ভিডিও শেয়ার করেছেন দুবাইয়ের শাসক। এরই মধ্যে এতে লাইক ৯০ হাজার ছড়িয়ে গেছে।
টিকটক ছাড়াও ইনস্টাগ্রাম ও টুইটারে উল্লেখযোগ্য অনুসারী রয়েছে দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের। ইনস্টাগ্রামে তার অনুসারী ৫৪ লাখ, টুইটারে এক কোটির বেশি।
বিডি প্রতিদিন/ফারজানা