ভারতের প্রতিরক্ষা বাহিনী প্রধান জেনারেল বিপিন রাওয়াত বলেছেন, ভারত ও নেপালের মধ্যকার সহযোগিতা, বন্ধুত্ব ও জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক হিমালয়ের মতো উঁচু আর সাগরের মতো গভীর। এ বন্ধন কোনো শর্তের ভিত্তিতে গড়া হয়নি। তিনি বলেন, এ সম্পর্ক হিমালয়ের মতো উঁচু আর সাগরের মতো গভীর- এটা মনে রাখা চাই। জেনারেল রাওয়াত নেপালের আন্তর্জাতিক সহযোগিতা ও সংশ্লিষ্টতা বিষয়ক ইনস্টিটিউটের সঙ্গে দ্বিতীয় বার্ষিক সংলাপ অনুষ্ঠানে মন্তব্য করছিলেন। ভার্চুয়াল এ অনুষ্ঠানে তিনি চীনের নামোল্লেখ না করে হুঁশিয়ার করে দেন যে, এ অঞ্চলের ‘অন্য কোনো দেশের সঙ্গে’ চুক্তি সম্পাদনের সময় কাঠমান্ডুকে সাবধান থাকতে হবে।
তিনি বলেন, পড়শি দেশের সঙ্গে শর্ত দিয়ে ভারত বন্ধুত্ব করে না। সে শুভেচ্ছা জানায় অন্তর থেকে। আন্তর্জাতিক ক্ষেত্রে নেপাল অবাধে কাজ করতে পারে। তবে তাকে সজাগ থাকতে হবে এবং শ্রীলঙ্কা ও অন্য যেসব দেশ আঞ্চলিক দেশের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে এখন আক্ষেপ করছে, সেসব দেশ থেকে শিক্ষা নিতে হবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ