জম্মু ও কাশ্মীরের দারহাল মালকান আসন থেকে জেলা উন্নয়ন কাউন্সিলর (ডিডিসি) নির্বাচনে দাঁড়িয়েছেন মুনাফ মালিক। রাজৌরীর বাসিন্দা মুনাফ মালিক এককালে সন্ত্রাসী জঙ্গী ছিলেন।
তিনি গণতান্ত্রিক পথ বেছে নেওয়ার আগে সাত বছরেরও বেশি সময় ধরে জঙ্গী সংগঠনের বিভাগীয় কমান্ডার ছিলেন।
মুনাফ মালিক বলেন, আমি সত্যিই গর্ব বোধ করছি যে আমি নির্বাচনে দাঁড়িয়েছি। আমি মানুষের সঙ্গে কথা বলতে এবং তাদের সহায়তা করতে পছন্দ করি। অনেক কষ্টে জীবন কেটেছে আমার। পরে আমি জঙ্গীদের কাছে অস্ত্র ছেড়ে, স্বাভাবিক জীবনে ফিরে আসার আবেদন জানিয়েছিলাম। এখন আমি তাদের ফিরে আসতে অনুরোধ করতে চাই। তারা যা করছে (জিহাদ) এগুলি সবই রাজনৈতিক অপপ্রচার।
আত্মসমর্পণের পর তার পরিবর্তন সম্পর্কে মালেক বলেন, আমি তাদের (দারহাল মালকানের লোক) হয়ে কাজ করছি এবং আমি তাদের সেবা করে যাব। এখন আমি যেখানেই যাচ্ছি, অনেক শ্রদ্ধা পাচ্ছি। জনগণের উন্নয়নের জন্য কেউ কাজ করেনি। তারা কেবল নির্বাচনে জিতেছে এবং তারপর জম্মুতে গিয়ে বসে থেকেছে। তবে তিনি জনগণের উন্নয়নের জন্য কাজ করতে চান।
গত শনিবার শেষ হয়েছে জেলা উন্নয়ন কাউন্সিল নির্বাচনের অষ্টম ও শেষ পর্ব। এ নির্বাচনে ৩ লাখ ২২ হাজারেরও বেশি লোক তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।
এ রাজ্যের নির্বাচন কমিশনার কে কে শর্মা জানান, ১ লাখ ৫২ হাজার ৪২৩ জন নারী এবং ১ লাখ ২৯ হাজার ২৭১ জন পুরুষসহ মোট ৩ লাখ ২১ হাজার ৬৯৪ জন ভোটার তাদের ভোট দিয়েছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন