মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সরকারি বাসভবনের সামনে থেকে আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ওয়াশিংটন পুলিশ বলছে, বুধবার টেক্সাসের বাসিন্দা পল মুরে (৩১) নামের ওই ব্যক্তিকে ওয়াশিংটন ডিসিতে হ্যারিসের সরকারি বাসভবনের কাছে থেকে গ্রেফতার করা হয়।
এর আগে, গোয়েন্দা বিভাগ সূত্রে খবর পেয়ে স্থানীয় সময় দুপুর ১২টা নাগাদ ম্যাসাচুসেটস অ্যাভিনিউয়ের রাস্তায় হানা দেয় ওয়াশিংটন পুলিশ। সেখান থেকেই মুরেকে গ্রেফতার করা হয়। মার্কিন সংবাদমধ্যম বলছে, গ্রেফতার ব্যক্তি মানসিক বিকারগ্রস্ত। মানসিক ভারসাম্যহীন হওয়ায় তিনি মনে করতেন মার্কিন সেনা ও প্রশাসন তাকে মেরে ফেলতে চাইছে। তাই নিজের সুরক্ষা নিশ্চিত করতেই তিনি হাতিয়ার সঙ্গে রেখেছেন।
জানা গেছে, ওই ব্যক্তির গাড়ি থেকে অত্যাধুনিক রাইফেল ও গুলি উদ্ধার করা হয়েছে। প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের সুরক্ষার দায়িত্বে থাকা মার্কিন সিক্রেট সার্ভিস জানিয়েছে, মুরের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। প্রচলিত আইনে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে মার্কিন প্রশাসন।
বিডি-প্রতিদিন/শফিক