৬ মে, ২০২১ ১১:০০

হংকংয়ের গণতন্ত্রপন্থী কর্মী জশুয়া ওংয়ের আরও ১০ মাসের জেল

অনলাইন ডেস্ক

হংকংয়ের গণতন্ত্রপন্থী কর্মী জশুয়া ওংয়ের আরও ১০ মাসের জেল

হংকংয়ের গণতন্ত্রপন্থী কর্মী জশুয়া ওংয়ের আরও ১০ মাসের জেল হয়েছে। ১৯৮৯ সালে তিয়েনআনমেন স্কয়ারে সংগঠিত আন্দোলন ও তা দমনে সরকারের ব্যাপক ধরপাকড় ও হতাহতদের স্মরণে আয়োজিত কর্মসূচিতে যোগ দেওয়ায় তার এ শাস্তি হয়েছে। খবর বিবিসি অনলাইনের।

চীনের হংকং ও ম্যাকাউয়ে তিয়েনআনমেনের সেই ছাত্র আন্দোলনের স্মরণে কর্মসূচি আয়োজনের অনুমতি থাকলেও করোনাভাইরাসের অজুহাত দিয়ে তা গত বছর থেকে বন্ধ করে দেওয়া হয়। এরপরও তাতে হাজার হাজার মানুষ জড়ো হন যার মধ্যে ছিলেন জশোয়াও। 

বর্তমানে জশুয়া ওং কারাগারেই আছেন। দুটি ভিন্ন অপরাধে জশুয়া ওংয়ের ১৩.৫ ও ৪ মাসের জেল হয়েছে। এখন জশুয়া ওংকে আরও ১০ মাস জেল খাটতে হবে। 


বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর