মায়ের মৃত্যুর পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন প্রিন্স হ্যারি। এই বিপর্যয় কাটাতে ব্যাপক পদ পান করতেন তিনি। শুধু তাই নয়, মাদক নেওয়ার কথা ভেবেছিলেন তিনি। তার মায়ের মৃত্যুর ১০ বছর পরও তিনি মানসিক হতাশা কাটিয়ে উঠতে পারেননি।
অ্যাপল টিভিতে ‘দ্য মি ইউ কান্ট সি’ সিরিজে অপরাহ উইনফ্রের সঙ্গে এক টকশোতে এই কথা জানান প্রিন্স হ্যারি। তার মা প্রিন্সেস ডায়ানার শেষকৃত্যের সময় মানসিকভাবে চরম আঘাত পান তিনি। ১৯৯৭ সালের আগস্ট মাসে প্যারিসে গাড়ি দুর্ঘটনায় নিহত হন প্রিন্সেস ডায়ানা।
হ্যারি বলেন, ২৮ থেকে ৩২ বছর পর্যন্ত সময়টা ছিল তার জীবনে ভয়ংকর। সে সময় মানসিক চাপ ও উদ্বেগে ভুগছিলেন তিনি। সে সময় তিনি মাদক নিতে চাইতেন। তিনি মায়ের কথা ভুলে থাকতে চাইতেন।
মায়ের শেষকৃত্যের সময় প্রিন্স হ্যারি তার বাবা, চাচা, দাদা ও ভাইয়ের সঙ্গে কফিনের পেছনে হেঁটেছিলেন। হ্যারি বলেন, সেসময় মেনে নিতে কষ্ট হয়েছিল যে, মায়ের সঙ্গে আর কখনো তার দেখা হবে না।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ