আফগানিস্তানের বাদঘিস প্রদেশের রাজধানী কালা-ই-নাও শহরের কিছু অংশ তালেবান মুক্ত করল দেশটির নিরাপত্তা বাহিনী।
শহরটি দখলে নেওয়ার জন্য হামলা চালিয়েছিল তালেবান। এরপর তাদের বিরুদ্ধে রুখ দাঁড়ায় আফগান ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্স। পরে বিভিন্ন এলাকা থেকে তালেবানরা সরে যায়।
বাদঘিস প্রদেশের গভর্নর এ তথ্য জানান। খবর তোলো নিউজের।
বাদঘিস প্রদেশের গভর্নর হাসামুদ্দিন শামস বলেন, আফগান সিকিউরিটি ফোর্স কালা-ই-নাও শহরে অভিযান পরিচালনা করে শহরের বিভিন্ন অংশ থেকে তালেবানের সদস্যদের হটিয়ে দিয়েছে।
গভর্নর আরও বলেন, শহরের বিভিন্ন জায়গা থেকে তালেবানের সদস্যদের হটিয়ে দিতে অভিযান অব্যাহত রয়েছে এবং নিরাপত্তা বাহিনী এগিয়ে চলেছে।
বিডি প্রতিদিন/কালাম